সামাজিক ঐক্যবদ্ধতা হলো যে কোন সমাজের একটি মূল ভিত্তি। এ ভিত্তির উপরেই দাড়িয়ে থাকে সমাজের সৌন্দর্য এবং আদর্শ। সামজিক ভিত্তি যদি দুর্বল হলে সমাজ ভেঙে পড়ে। সামাজিক ঐক্যবদ্ধতাকে ধরে রাখার জন্য প্রয়োজন একটি সুস্থ, সুন্দর সামজিক সংগঠন। এমনকি ধর্মীয় ভাবধারাকে শক্ত করার জন্যও সবার আগে প্রয়োজন সামাজিক একাত্মতা এবং সামাজিক ঐক্যবদ্ধতা। তাই প্রতিটি মানুষের জন্য সামাজিক সংগঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়।
(সমাজ পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ)
কার্যালয়: ধারাকান্দি (মুন্সিবাড়ী)-২২৭০
মাওহা
ইউপি, গৌরীপুর-ময়মনসিংহ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সংগঠকের কিছু গুরুত্বপূর্ণ কাজ
সমন্বয় সাধন : একজন সংগঠককে সব সময় একজন সমন্বয়ক হিসেবে কাজ করতে হয়। একা কোনো ব্যক্তি কোনো সংগঠন পরিচালনা করতে পারে না। তাই সংগঠককে সব সময় সব...
-
সামাজিক ঐক্যবদ্ধতা হলো যে কোন সমাজের একটি মূল ভিত্তি। এ ভিত্তির উপরেই দাড়িয়ে থাকে সমাজের সৌন্দর্য এবং আদর্শ। সামজিক ভিত্তি যদি দুর্বল হলে সম...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন